• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাবেক এফবিআই পরিচালক জেমস কমির ‘৮৬ ৪৭’ ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে বিতর্ক

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ মে ২০২৫

আপডেট: ১৫:৩৮, ১৭ মে ২০২৫

ফন্ট সাইজ
সাবেক এফবিআই পরিচালক জেমস কমির ‘৮৬ ৪৭’ ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে বিতর্ক

ছবি: সংগৃহীত

এবার সাবেক এফবিআই পরিচালক জেমস কমির একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। সৈকতের বালিতে ঝিনুক দিয়ে লেখা ‘৮৬ ৪৭’ নামে একটি ছবি পোস্ট করার পর ট্রাম্প প্রশাসন ও তার সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন জেমস কমি।

কমির পোস্ট করা ছবিতে সৈকতের বালিতে ঝিনুক দিয়ে ‘৮৬ ৪৭’ লেখা দেখা যায়। যদিও তিনি ছবির সাথে কোনো ব্যাখ্যা দেননি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও তার সমর্থকরা এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘৮৬’ অর্থাৎ ‘সরিয়ে দেওয়ার’ আহ্বান হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রে ‘৮৬’ শব্দটি আমেরিকান স্ল্যাংয়ে ‘বাতিল’ বা ‘বর্জন’ করার অর্থে ব্যবহৃত হয় আর ‘৪৭’ নির্দেশ করে ট্রাম্পের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া।

বিতর্ক ছড়িয়ে পড়ার পর কমি ছবিটি সরিয়ে ফেলেন। পরে বৃহস্পতিবার (১৫ মে) রাতে একটি ফলো-আপ ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আজ আমি হাঁটতে গিয়ে সৈকতে কিছু ঝিনুক দেখেছিলাম, যেগুলোর ছবি তুলে পোস্ট করেছিলাম। আমি ভেবেছিলাম এটি একটি রাজনৈতিক বার্তা হিসেবে বোঝা যেতে পারে। আমার ধারণা ছিল না এই সংখ্যাগুলো কেউ সহিংসতার সাথে যুক্ত করে দেখে। আমি সহিংসতার বিপক্ষে, তাই ছবিটি মুছে দিয়েছি।’ 

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ মে) ওয়াশিংটন ডিসির সিক্রেট সার্ভিসের অফিসে কমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ জিজ্ঞাসাবাদ শেষ হয়। তদন্ত সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাতে জানা যায়, পোস্টটির সম্ভাব্য রাজনৈতিক অর্থ ও এর মাধ্যমে সহিংসতার ইঙ্গিত দেওয়া হয়েছে কি না, তা নিয়েই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তবে এ বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্রাম্প এই পোস্টকে ‘ভয়ঙ্কর একটি কাজ’ বলে উল্লেখ করেছেন ও সাবেক এফবিআই পরিচালকের আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2