• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়ে ৪৫ জন মানুষ ও ৭০টি টিয়া পাখির মৃত্যু

প্রকাশিত: ২২:৫৪, ২৩ মে ২০২৫

আপডেট: ২২:৫৫, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়ে ৪৫ জন মানুষ ও ৭০টি টিয়া পাখির মৃত্যু

ছবি: টাইমস অব ইন্ডিয়া

প্রবল বজ্রপাত ও ঝড়ে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে  অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার থেকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে গত ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া রাজ্যের ঝাঁসি জেলার সিংঘার গ্রামে ওই ঝড়ে বিপুল সংখ্যক টিয়াপাখি মারা গেছে। জেলার বন কর্মকর্তা জে বি শেন্দে জানিয়েছেন, এ পর্যন্ত ৭০টি টিয়াপাখির মৃত্যু নিশ্চিত হয়েছে। গ্রামটির একটি বৃহৎ পিপল গাছে বহু টিয়াপাখির বাসস্থান ছিলো। 

এদিকে, নিহত বাসিন্দাদের পরিবারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণে জরুরি জরিপ চালানোর নির্দেশও দেওয়া হয়েছে, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া সম্ভব হয়।

উত্তরপ্রদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত রাজ্যে বজ্রঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্য উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া চলতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2