ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলে জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত
ইরানে রাজধানী তেহরান ছাড়াও একাধিক পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলে জারি হয়েছে জরুরি অবস্থা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার ২৪ ঘণ্টা পার না হতেই ইরানে হামলার আশঙ্কা সত্য হলো। স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চল বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে। একের পর এক হামলায় অংশ নেয় ইসরাইলের যুদ্ধবিমানের বহর।
পাল্টা হামলার আশঙ্কায় প্রাত্যহিক কাজকর্ম আর জনগণের গতিবিধিতে নিয়ন্ত্রণারোপের জন্য জরুরি অবস্থা জারি করে ইসরাইল। হামলার তথ্য স্বীকার করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা একাধিক হ্যান্ডেলে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, পারমাণবিক বোমা তৈরির চেষ্টায় ইরান অনেকদূর এগিয়ে যাওয়ার খবরে এমন পদক্ষেপ ছাড়া আর কোনো পথ ছিলো না।
দাবি করা হয়, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। ইসরাইল আর বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে ইসরাইলের সেনাবাহিনী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বিবৃতিতে জানিয়েছেন, হামলার জেরে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের জনগণ ও সামরিক স্থাপনার সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন।
আগেরদিন ইরাকের বাগদাদ থেকে মার্কিন দূতাবাসে থাকা জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। সেইসাথে, ইরান-ইসরাইল সংঘর্ষে মধ্যপ্রাচ্যে জটিল পরিস্থিতি তৈরির আশঙ্কা জানান মার্কিন প্রেসিডেন্ট।
বিভি/এআই




মন্তব্য করুন: