ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর বিষয়ে যা বললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরাইলের মাঝে টানা ৬ষ্ঠ দিনের মতো চলছে হামলা-পাল্টা হামলা। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দখলদার ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেখানে তাকে জিজ্ঞেস করা হয় ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না? জবাবে ট্রাম্প বলেন, “আমি এটি এখনই বলতে পারব না… আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।”
তিনি বলেন, “আমি হামলা করতে পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কি করতে যাচ্ছি।”
ট্রাম্প বলেন,“ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, আগে আলোচনা করেননি কেন? আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি? আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকত।”
বিভি/টিটি




মন্তব্য করুন: