আঘাতের উদ্দেশ্য ছিল না ইরানের, উল্টো ইসরাইলি হামলায় দুই হাসপাতাল ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত
তেহরান ও তেল আবিবের চলমান সংঘাতে ইসরাইলের একটি হাসপাতালে হামলা হওয়ার দাবিকে অস্বীকার করেছে ইরান। হিব্রু ভাষার ইসরাইলি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ইরানের একটি ক্ষেপণাস্ত্র সোরোকা মেডিকেল সেন্টারকে আঘাত করেছে।
এদিকে আল-জাজিরার তথ্যানুসারে, গাজায় চলমান সামরিক অভিযানে আহত ইসরাইলি সেনাদের চিকিৎসায় সোরোকা হাসপাতাল ব্যবহার করা হচ্ছে। তবে ইরানি সূত্রগুলো জানায়, এই হাসপাতালে হাম্লা চালানো হয়নি। তারা জানায়, সোরোকা হাসপাতাল দুটি প্রধান সামরিক স্থাপনার মাঝামাঝিতে অবস্থিত।
এদিকে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে তথ্যমতে, বিস্ফোরণের ধাক্কায় হাসপাতালে আংশিক ক্ষতি হয়েছে, তবে সেখানে সরাসরি কোনো আঘাত করা হয়নি। বরং ইসরাইল সরকারকে তারা অভিযুক্ত করে বলে, তেল আবিব মিথ্যা তথ্য ছড়িয়ে বেসামরিক স্থাপনায় আঘাত হানার ভুয়া গল্প তৈরি করে নিজেদের সামরিক ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।
অন্যদিকে, ইসরাইলি হামলায় ইরানের দুটি বেসামরিক হাসপাতালে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে তেহরান। একটি হাসপাতাল তেহরান ও অপরটি কেরমানশাহ প্রদেশে অবস্থিত। ইরানের অভিযোগ এই হামলাগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খুব কম প্রতিক্রিয়া দেখা গেছে।
বিভি/আইজে




মন্তব্য করুন: