• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ইসরাইলের হামলায় সাঈদ ইজাদি নামে ইরানের আরও এক কমান্ডার নিহত

প্রকাশিত: ২১:১২, ২১ জুন ২০২৫

ফন্ট সাইজ
ইসরাইলের হামলায় সাঈদ ইজাদি নামে ইরানের আরও এক কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত

ইসরাইলের বিমান বাহিনীর (আইএএফ) অভিযানে ইরানের সামরিক বাহিনীর আরও এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম সাঈদ ইজাদি এবং ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ছিলেন তিনি।

শুক্রবার (২১ জুন) রাজধানী তেহরানে ইসরাইলি বাহিনীর বিমান অভিযানে নিহত হয়েছেন তিনি। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন তিনি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদির নিহতের সংবাদ নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে ইয়া’আল জামির বলেন, ‘সাঈদ ইজাদি ছিলেন আইআরজিসির কুদস ফোর্স প্যালেস্টাইনিয়ান কর্পস ইউনিটের প্রধান। তার মূল কাজ ছিলো গাজায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গোষ্ঠীটির সামরিক বিভাগের প্রধান মোহাম্মদ দেইফের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের নির্দেশনা দেওয়া।’

‘২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে যে হামলা চালিয়েছিলো হামাস, সেটির পরিকল্পনাকারী দলের অন্যতম সদস্য ছিলেন সাঈদ ইজাদি। তার হাতে হাজার হাজার ইসরাইলির রক্ত লেগে আছে।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর বিমান অভিযানে এ নিয়ে তিন ইরানি কমান্ডারের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেলো। বাকি দুই জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি এবং ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি। -সূত্র : টাইমস অব ইসরায়েল

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2