• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২য় বিশ্বযুদ্ধের জন্য মাথানত করে শোক জানালেন জাপানের সম্রাট

প্রকাশিত: ১৯:৫৫, ১৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
২য় বিশ্বযুদ্ধের জন্য মাথানত করে শোক জানালেন জাপানের সম্রাট

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য গভীর অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন দেশটির সম্রাট নারুহিতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে টোকিওর ইয়াসুকুনি মন্দিরে আজ শুক্রবার জমায়েত হাজার হাজার মানুষের সামনে অনুতপ্ত হওয়ার বিষয়টি জানান সম্রাট। টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

টোকিওর ইয়াসুকুনি মন্দিরে দর্শনার্থীদের মধ্যে একজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। ১৯ শতকের শেষের দিক থেকে নিহত ২৫ লক্ষাধিক জাপানি সৈন্যের সম্মানে মন্দিরটি নির্মিত হয়।

সম্রাজ্ঞী মাসাকোকে পাশে রেখে দেওয়া ভাষণে নারুহিতো জানান, তিনি গভীরভাবে অনুতপ্ত। নতুন করে এক ধরনের গভীর শোক অনুভব করছেন। এসময় দেশটির পতাকা অর্ধনমিত ছিল।

৬৫ বছর বয়সী নারুহিতো বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে মূল্যবান জীবন হারানো অসংখ্য মানুষ এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের অতীতের কথা মনে রেখে এবং গভীরভাবে অনুতপ্ত হয়ে আমি আন্তরিকভাবে আশা করছি, যুদ্ধের ধ্বংসাত্মক ঘটনাগুলোর আর কখনোই পুনরাবৃত্তি ঘটবে না।’

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ওই অনুষ্ঠানে ভাষণ দেন। যুদ্ধের বেদনাদায়ক স্মৃতি ধরে রাখার, প্রজন্মের পর প্রজন্ম ধরে তা ছড়িয়ে দেওয়ার এবং স্থায়ী শান্তির পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

২০১৩ সালের পর থেকে জাপানি কোনো প্রধানমন্ত্রী এই মন্দির পরিদর্শন করেননি। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সেখানে যাওয়ায় বেইজিং ও সিউলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এ ঘটনায় বিরল কূটনৈতিক সমালোচনা করে।

আগামী মাসে নারুহিতো, মাসাকো ও তাদের মেয়ে রাজকন্যা আইকো নাগাসাকি সফরে যাবেন। সেখানে তারা পরমাণু বোমা হামলায় বেঁচে যাওয়া মানুষদের সঙ্গে দেখা করবেন এবং ওই ভয়াবহ হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: