• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইন্দোনেশিয়ায় খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ তিন শতাধিক শিক্ষার্থী 

প্রকাশিত: ১২:৫৭, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ইন্দোনেশিয়ায় খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ তিন শতাধিক শিক্ষার্থী 

ইন্দোনেশিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে সাড়ে তিন শতাধিক স্কুলশিক্ষার্থী। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান প্রকল্প ‘বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির খাদ্যে এ বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। 

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সরাগেত শহরে স্কুল থেকে দেওয়া খাবার খেয়ে মোট ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়ে। এক স্কুলশিক্ষার্থী জানায়, প্রচণ্ড পেট ব্যথায় রাতে ঘুম ভেঙে যায় তার। সঙ্গে তীব্র মাথাব্যথা আর ডায়রিয়া। সে ভেবেছিল, একাই অসুস্থ হয়েছে।

পরে সামাজিক মাধ্যমে সহপাঠীদের পোস্ট দেখে বুঝতে পারে, স্কুলের দেওয়া খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে সে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেওয়া খাবারে ছিল টার্মারিক রাইস, ডিম, ভাজা টেম্পে, শসা ও লেটুস পাতার সালাদ, কাটা আপেল এবং এক প্যাকেট দুধ। 

সূত্র: সিএনএন 

বিভি/এসজি

মন্তব্য করুন: