দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে নিহত ৫

ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিনে মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে পড়েছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিল্লির দমকল বিভাগ জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা পাঁচটি লাশ উদ্ধার করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের পাঁচটি দল এবং পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছোট, সবুজ রঙের ভবনটির এক পাশের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। তখন ভবনের ভেতরে ১৫-২০ জন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দরগার ইমামও ছিলেন বলে জানিয়েছেন তারা।
সূত্র: এনডিটিভি
বিভি/এসজি
মন্তব্য করুন: