লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

ছবি: সংগৃহীত
পর্তুগালের রাজধানী লিসবনে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ও নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। লিসবন শহরটি ৭টি পাহাড়ের উপর অবস্থিত। এজন্য পাহাড়ের উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে পারাপারের জন্য শহরের বিভিন্ন অংশে ফানিকুলার নামের এই ট্রেন চালু আছে। ট্রেনটি দ্রুত গতিতে পাহাড় থেকে নিচে নামার সময় রেলপথের একটি তার আলগা হয়ে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে কাছের একটি ভবনের সাথে ধাক্কা খায় ট্রেনটি। এরপর ট্রেন থেকে বগি আলাদা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী এবং উদ্ধার কাজ শুরু করে।
বুধবার রাতে লিসবনের হাসপাতাল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা প্রকাশ করেন লিসবনের সিটি মেয়র কার্লোস মোয়েদা। যেকোনো পরিস্থিতিতে ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। ভয়াবহ এ দুর্ঘটনার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে পর্তুগালে তিনদিনের শোক পালিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন।
বিভি/এসজি
মন্তব্য করুন: