• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পুতিনের বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি  

প্রকাশিত: ১২:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পুতিনের বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে প্রস্তুত রাশিয়া, জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের তিয়েনানমেন স্কয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজের পর এই মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, বৈঠকের জন্য যেকোনো সময় মস্কোয় আসতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকের সম্ভাবনা কখনো নাকচ করেনি ক্রেমলিন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসার মতো পরিস্থিতি কখনো তৈরি হয়নি বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। একই সাথে তিনি হুঁশিয়ার করেছেন, রাশিয়ার দেওয়া চুক্তিতে রাজি না হলে ইউক্রেনে সর্বোচ্চ সামরিক অভিযান চালানো হবে। 

এদিকে প্রেসিডেন্ট পুতিনের এই আহ্বান প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেছেন, যুদ্ধের অবস্থা না বুঝেই রুশ প্রেসিডেন্ট এমন আহ্বান করেছেন। জেলেনস্কির সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আশাবাদী হয়েছিলো ইউরোপীয় নেতারা। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণার পর তারা মনে করছেন দেশটি স্পষ্টতই ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো বৈঠক চায়না।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: