• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইউরোপের ১৬টিরও বেশি দেশে গুগল–ইউটিউব বিভ্রাট

প্রকাশিত: ১৭:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইউরোপের ১৬টিরও বেশি দেশে গুগল–ইউটিউব বিভ্রাট

ইউরোপের বিভিন্ন অঞ্চল—বিশেষ করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব ইউরোপে—গুগল-ইউটিউবসহ একাধিক সার্ভিসে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। এটি নিশ্চিত করা গেছে রায়টার্স ও অন্যান্য সূত্র থেকে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে গুগলের বিভিন্ন সেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ফলে ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপস, সার্চ ও ড্রাইভ ব্যবহারকারীরা বিপাকে পড়েন।

প্রযুক্তি পর্যবেক্ষণ সংস্থা ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সকাল ৮টার পর থেকে তুরস্ক, গ্রীস, বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া ও আরও অন্তত ১৬টি ইউরোপীয় দেশে সমস্যা দেখা দেয়। ব্যবহারকারীরা ব্যাপক হারে লগইন ব্যর্থতা, ভিডিও স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়া এবং গুগল সার্চে ত্রুটির অভিযোগ জানান।

স্থানীয় সময় সকাল ৯টার পর থেকে ধীরে ধীরে অনেক জায়গায় সেবা স্বাভাবিক হতে শুরু করে। তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনো জানায়নি গুগল। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।

তুরস্কের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তারা গুগলের কাছ থেকে জরুরি টেকনিক্যাল রিপোর্ট চেয়েছে। পাশাপাশি বালকান ও ব্ল্যাক সি অঞ্চলের বিভিন্ন টেলিকম নিয়ন্ত্রক সংস্থাও ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিশ্লেষকরা মনে করছেন, এটি কোনো সার্ভার বা নেটওয়ার্ক কনফিগারেশনের সমস্যার কারণে হয়ে থাকতে পারে। যদিও সম্ভাব্য সাইবার হামলার বিষয়টিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ব্যাপক ভোগান্তির শিকার হওয়া ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন হঠাৎ বিভ্রাট অনলাইনে কাজ ও যোগাযোগের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন: