• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালে সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে

প্রকাশিত: ১২:২২, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:২৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নেপালে সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে

ছবি: সুশীলা কার্কি

নেপালে সাংবিধানিক শূন্যতা পূরণে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আগের চেয়ে অনেকটা শান্ত হলেও পরিস্থিতি এখনও থমথমে। কারফিউর মেয়াদ বেড়েছে শুক্রবার সকাল পর্যন্ত।

জেন-জি প্রজন্মের চূড়ান্ত বিক্ষোভের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দেশ ছেড়ে পালানোয় নতুন সরকার গঠন নিয়ে মধ্যস্থতা করছে সেনাবাহিনী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সাথে দফায় দফায় বৈঠক হয় সেনা সদরে। আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ৭৩ বছর বয়সী সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি উঠে আসে। তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও তার সুসম্পর্কের গুঞ্জন রয়েছে।

এই প্রস্তাবে সমর্থন দিয়ে সামাজিক মাধ্যমে ভাষণ দিয়েছেন রাজধানী কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। যদিও, এই প্রস্তাব বাস্তবায়নে সাংবিধানিক জটিলতার দিকে ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা। কারণ পার্লামেন্ট বিলুপ্ত না হওয়ায় সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের প্রস্তাব দেয়ার বিধান রয়েছে। কিন্তু আন্দোলনকারীদের ক্ষোভ অভিযুক্ত নেতা ছাড়িয়ে পুরো দলের ওপর পড়ায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন।

এদিকে, সরকার পতনের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে সতর্ক অবস্থানে নিয়েছেন সেনা সদস্যরা। চলছে সেনা টহল। এমন পরিস্থিতিতে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত আরক দফায় বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদ।

 

বিভি/এআই

মন্তব্য করুন: