• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে মহান মানুষ বললেন ট্রাম্প

প্রকাশিত: ১৭:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে মহান মানুষ বললেন ট্রাম্প

ছবি: ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্র সফরে যাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই অতিথিকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার অস্বস্তি চাপা পড়ে গেছে ট্রাম্পের সাথে লম্বা সময়ব্যাপী বৈঠকে। বৈঠকে দুই অতিথিকে চমৎকার ও মহান মানুষ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। 

হোয়াইট হাউজে পূর্বনির্ধারিত বৈঠকটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় শুরুর কথা থাকলেও প্রায় আধঘন্টা ট্রাম্পের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে শাহবাজ শরীফ ও অসিম মুনিরকে। এসময় একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষরের আলাদা আয়োজনে ব্যস্ত থাকায় দেরিতে শুরু হয় বৈঠকটি। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে গণমাধ্যমের উপস্থিতি আটকে দেয়ায় ভেতরের আলোচনার বিষয়বস্তু বাইরে আসেনি। পরে রেডিও পাকিস্তানের সামাজিক মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে জানানো হয়েছে, বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

প্রায় এক ঘন্টা ২০ মিনিট দীর্ঘ আলাপচারিতার আগে আমন্ত্রিত দুই অতিথিকে চমৎকার ও মহান মানুষ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। এটি ছিল ট্রাম্প ও শাহবাজের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।

শুল্ক, ভিসা, অভিবাসীদের ধরপাকড়সহ বিভিন্ন বিষয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন জটিল আকার নেয়ায় এই বৈঠকের বিষয়বস্তু আর ফলাফলের ওপর বিশেষ নজর রাখছে নয়াদিল্লি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2