• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

এবার শিকাগোয় শত শত ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের 

প্রকাশিত: ১২:১৫, ৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
এবার শিকাগোয় শত শত ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের 

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী দমনের কঠোর অভিযান বাস্তবায়নের উদ্দেশে এবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে ন্যাশনাল গার্ডের শত শত সেনা পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনে আদালত স্থগিতাদেশ দিলেও অনুমোদন দিয়েছে শিকাগোয়।

রাস্তায় নামার চূড়ান্ত নির্দেশের আগেই মঙ্গলবার (৭ অক্টোবর) শিকাগো শহরের আশেপাশের ঘাঁটিতে জড়ো হন ন্যাশনাল গার্ডের শত শত সেনা। এতে নতুন করে ধরপাকড়ের আতঙ্কে ভুগছেন শিকাগোর অভিবাসীরা। ফেডারেল আইনে বেসামরিক আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন নিষিদ্ধ হলেও, ‘ইনসারেকশন অ্যাক্ট’ বা অভ্যুত্থান দমন আইনে এই নিয়মে ব্যতিক্রম রয়েছে। এর মাধ্যমে সেনারা সরাসরি আইন প্রয়োগ ও গ্রেফতারে অংশ নিতে পারে। গভর্নরের অধীনে থাকা ন্যাশনাল গার্ড সদস্যদের মূলত  প্রাকৃতিক দুর্যোগের সময় মোতায়েন করা হয়। এক ফেডারেল বিচারক ইতোমধ্যে ওরেগনের পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের তৎপরতায় ১৯ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। আরেক বিচারক শিকাগোতে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন। সেখানে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন ফেডারেল কর্মকর্তারা। ন্যাশনাল গার্ড মোতায়েনের সাফাই দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, শিকাগোতে অপরাধের হার খুব বেশি থাকায় গভর্নর ব্যর্থ হলে ফেডারেল সরকারই দায়িত্ব নেবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2