• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আ.লীগের মনোনয়ন চাওয়া যুবলীগ নেতা হলেন বিসিবির পরিচালক!

প্রকাশিত: ২২:২৯, ৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আ.লীগের মনোনয়ন চাওয়া যুবলীগ নেতা হলেন বিসিবির পরিচালক!

ছিলেন আওয়ামী লীগের কমিটিতে, হলেন বিসিবি পরিচালক!

নানান নাটকীয়তা ও সমালোচনার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি নির্বাচন  শেষ হয়েছে। নিরুত্তাপ নির্বাচন, কারা জয়ী হচ্ছেন, সেটাও অনেকটাই জানা ছিল সবার। বিসিবির নির্বাচনের ফল নিয়েও ছিল না তেমন কোনো কৌতূহল। তবে ২৫ জনের মধ্যে এমন একজন পরিচালক হয়েছেন যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনও করেছিলেন!

উপ কমিটিতে ঠাঁই পেয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন।

অবিশ্বাস্য মনে হলেও এমন সত্যই এসেছে সামনে। জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায় নির্বাচিত হওয়া দুজনের মধ্যে একজন এম ইসফাক আহসান। যিনি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন পেতে আবেদন করেছিলেন।

আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বজন শেখ তন্ময়ের সাথে ইসফাক।

শুধু তাই নয়, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্যও হয়েছিলেন এই ব্যবসায়ী। এর আগে তিনি দীর্ঘদিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। চাঁদপুর-২ আসনে নৌকা মার্কার পক্ষে প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে।

চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন ইসফাক।

এছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ মুজিবের বন্দনা গাইতে দেখা গেছে তার সোশ্যাল মিডিয়ার পেইজে। গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হতে চাওয়া এম ইসফাক আহসান কিভাবে বিসিবির নির্বাচনের সুযোগ পেল তা নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন।

সামাজিক মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী বন্দনাও দেখা গেছে।

এছাড়াও তিনি নির্বাচন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায়। যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত একটি প্রতিষ্ঠান। যার প্রধান হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি কীভাবে জুলাই গণহত্যা করা দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে প্রার্থী হিসেবে বাছাই করলেন, সে প্রশ্নও করছেন নেটিজেনরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2