• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

নাইজেরিয়ায় বরাদ্দের সহায়তা স্থগিত, সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ০৯:৩৯, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪০, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নাইজেরিয়ায় বরাদ্দের সহায়তা স্থগিত, সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

ছবি: ডোনাল্ড ট্রাম্প

নাইজেরিয়ায় বরাদ্দের সহায়তা স্থগিত করে সেখানে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিতের প্রথম বার্ষিকীতে প্রতিবাদ কর্মসূচি পালন হয়েছে যুক্তরাষ্ট্রে। তার পদত্যাগ চেয়েছেন বিক্ষোভকারীরা।

সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প দাবি করেন, নাইজেরিয়ায় খ্রিষ্টান জনগোষ্ঠীর ওপর গণহত্যা চলছে। দেশটির সরকার অবিলম্বে ব্যবস্থা না নিলে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন।

ট্রাম্পের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে তিন হাজার একশ' খ্রিষ্টানকে হত্যা করা হয়েছে। দাতব্য সংস্থা ওপেন ডোরের তথ্যটি দিলেও সেই প্রতিবেদনে উল্লেখিত দুই হাজার ৩২০ জন মুসলিমকে হত্যার তথ্য এড়িয়ে গেছেন। ট্রাম্পের মতো টেক্সাস সিনেটর টেড ক্রুজসহ রিপাবলিকান নেতারা দীর্ঘদিন বলে আসছেন নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে এপর্যন্ত লক্ষাধিক খ্রিষ্টানকে হত্যা করা হয়েছে।

বোকো হারাম ও ফুলানী সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের দাবি উদ্দেশ্যপ্রণোদিত বলেছে নাইজেরিয়ার সরকার।

বলা হয়েছে, গত ১৬ বছরে ৬০ হাজারের বেশি মুসলিমকে হত্যা করা হয়েছে। বিশ্লেষকদের সন্দেহ, যুক্তরাষ্ট্রে চাহিদার শীর্ষ থাকা বিরল খনিজের ভাণ্ডার লুটপাটের জন্য নাইজেরিয়ায় হামলার প্রেক্ষাপট তৈরি করছে ট্রাম্প প্রশাসন।

এদিকে, ট্রাম্পের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছেন ওয়াশিংটন ডিসিতে। দখলদারিত্ব ছেড়ে অবিলম্বে ক্ষমতা ছাড়ার দাবিতে স্লোগান দিয়েছেন ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

বিভি/এআই

মন্তব্য করুন: