• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

মামদানির টিমের নেতৃত্বে পাঁচ নারী

প্রকাশিত: ১১:২৪, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মামদানির টিমের নেতৃত্বে পাঁচ নারী

যুক্তরাষ্ট্রের নিউইয়কের মেয়র জোহরান মামদানির টিমের নেতৃত্ব দেবেন পাঁচজন নারী। নির্বাচনে জয়ী হওয়ার পর বুধবার (৫ নভেম্বর) নিউইয়র্ক সিটির কুইন্স বরোর ফ্লাশিং মিডোস করোনা পার্কে এক সংবাদ সম্মেলনে পাঁচ নারীর নাম ঘোষণা করেন মামদানি।

এরা হলেন- ফেডারেল ট্রেড কমিশনের সভাপতি লিনা খান, নিউইয়র্ক সিটির সাবেক প্রথম ডেপুটি মেয়র মারিয়া টরেস স্প্রিংগার, ইউনাইটেড ওয়ে অফ নিউইয়র্ক সিটির প্রধান গ্রেস বনিলা, স্বাস্থ্য ও মানবসেবার সাবেক ডেপুটি মেয়র মেলানি হার্টজগ ও রাজনৈতিক পরামর্শদাতা এলানা লিওপোল্ডকে।

এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্কের মেয়র পদে নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি। তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দুই লাখ বেশি ভোট পান। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হন। এর আগে ১৮৯২ সালে নিউইয়র্ক প্রথম কনিষ্ঠ মেয়র পেয়েছিল। নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র মামদানি। 

সংবাদ সম্মেলনে জোহরান মামদানি বলেন, ‘প্রচারণার কবিতা শেষ হতে পারে, কিন্তু শাসনব্যবস্থার সুন্দর গদ্য সবেমাত্র শুরু হয়েছে। আমি চাই এই দলটি আমাকে ‘নতুন সমাধানের মাধ্যমে পুরোনো সমস্যা সমাধানের প্রতিশ্রুতি’ ঘিরে ঐক্যবদ্ধ একটি প্রশাসন গড়ে তুলতে সাহায্য করুক।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: