আইএস জঙ্গি দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গী হবে সিরিয়া
ফাইল ছবি
আইএস জঙ্গি দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গী হতে যাচ্ছে সিরিয়া। যুক্তরাষ্ট্র আর সিরিয়ার প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
কিছুদিন আগেও তালিকাভূক্ত জঙ্গি নেতা আর বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সোমবার (১০ নভেম্বর) হোয়াইট হাউজে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন শারার ওপর থেকে জঙ্গি তকমা তোলার পরদিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন শারা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিরিয়া পুনর্গঠনে আল-শারা যুক্তরাষ্ট্রের আস্থা ও আকাঙ্খা পূরণ করতে পারবেন বলে আশাবাদী ওয়াশিংটন। সিরিয়ার সাথে ইসরাইলের চুক্তির অগ্রগতি নিয়েও কথা বলেছেন তারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইএস বিরোধী অভিযানে মার্কিন বাহিনীর সাথে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে সিরিয়া। একে গতিশীল করতে সিরিয়ার দামেস্কের কাছে সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাষ্ট্র। ১৯৪৬ সালের পর ওয়াশিংটনে সিরীয় কোনো প্রেসিডেন্টের প্রথম সফর এটি।
একসময় আবু মোহাম্মদ আল-জুলানি নামে পরিচিত ছিলেন আল-শারা। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় যুক্ত হন আল-কায়েদার সাথে। পরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উচ্ছেদের জন্য আল-নুসরা ফ্রন্টের নেতৃত্ব দেন। ১৪ বছরের গৃহযদ্ধে প্রেসিডেন্ট আসাদ দেশ ছেড়ে পালালে ঘটনাক্রমে দেশটি প্রেসিডেন্টের দায়িত্বে আসেন জঙ্গি নেতা জুলানি।
বিভি/এসজি




মন্তব্য করুন: