• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ১২:৩৩, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা করার হুমকি দিয়েছেন। 

সোমবার (১০ নভেম্বর) ট্রাম্পের আইনজীবীদের পাঠানো একটি চিঠিতে বিবিসিকে আগামী শুক্রবারের মধ্যে ‘প্যানোরামা’ নামক তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

বিবিসির এই তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য এমনভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যাতে মনে হয় ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলাকারীদের তিনি উৎসাহিত করেছিলেন। এই সম্পাদনা নিয়ে বিতর্কের মধ্যে বিবিসির চেয়ারম্যান সামির শাহ সোমবার দুঃখ প্রকাশ করে বলেন, এটি ‘বিবেচনাগত ভুল’ ছিল এবং এটি ‘বিভ্রান্তিকর ধারণা’ সৃষ্টি করেছে।

এই ঘটনায় ইতিমধ্যে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস তাদের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। ডেভি তার পদত্যাগপত্রে বলেছেন, কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।

ট্রাম্পের আইনজীবীদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদি বিবিসি নির্ধারিত সময়ের মধ্যে তাদের শর্ত পূরণ না করে, তাহলে তারা কমপক্ষে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা দায়ের করবেন। এই হুমকি এমন সময়ে এলো যখন বিবিসি তার সম্পাদনাগত ত্রুটি স্বীকার করে জনসাধারণের আস্থা ফিরে পেতে কাজ করছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2