• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৭

প্রকাশিত: ২০:৫৭, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৭

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। 

বুধবার (১২ নভেম্বর) বাসটি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যাওয়ায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, বুধবার অরেকুইপা অঞ্চলে যাত্রীবাহী ওই বাস দুর্ঘটনার কবলে পড়েছে। গভীর খাদে ছিটকে পড়ায় বাসটির কমপক্ষে ৩৭ আরোহী নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেছেন, এই বাস দুর্ঘটনায় ৩৬ জন ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।

দেশটির টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওপোর্তো বলেছেন, বাসটি প্রথমে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়, এরপর রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আরেকুইপার আঞ্চলিক সরকার বলেছে, দুর্ঘটনায় আহত ২৬ জনকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে দুর্ঘটনার পরপরই দেশটির হাইওয়ে পুলিশের প্রাথমিক এক প্রতিবেদনে ১৬ জনের প্রাণহানির তথ্য জানানো হয়েছিল। বুধবার ভোরের দিকে আরেকুইপার ওকোনা জেলায় প্যানআমেরিকানা সুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। -সূত্র: রয়টার্স।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2