সতর্কতা মানেনি কেউ; জাভায় ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২১
ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও ২১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা।
বৃহস্পতিবার রাতে চিলকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধসে বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত যৌথ উদ্ধারকারী দল ২৩ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে, দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি ২১ জনের সন্ধান চলছে।

এদিকে, ভূমিধসের কারণে মাটির অস্থিতিশীল অবস্থা উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে। দ্রুততার সাথে উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি পাঠিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনার আগে আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতি সংস্থা চলতি সপ্তাহের শুরুতে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: