• NEWS PORTAL

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে পারে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৫:৫২, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে পারে যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনাও নিশ্চিত করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিন নির্মিত বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘তারা অনেকগুলো জেট কিনতে চায়। আমি বিষয়টি বিবেচনা করছি। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়—বরং তার থেকেও বেশি, যুদ্ধবিমান।’

ধারণা করা হচ্ছে, সম্ভাব্য বিক্রয় চুক্তিটি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। এই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা আছে। 

পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই বিক্রয় চুক্তির মাধ্যমে চীন এফ-৩৫’র প্রযুক্তি পেতে পারে।

এ সময় ট্রাম্প বিবিসির সঙ্গে চলমান আইনি ইস্যু নিয়েও কথা বলেছেন। তিনি জানান, আগামী সপ্তাহে তিনি ব্রিটিশ সম্প্রচার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবেন। 

সংবাদমাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করে যাতে মনে হচ্ছিলো ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমা চায়। একই সঙ্গে তারা প্রতিশ্রুতি দেয়— এই প্রামাণ্যচিত্র আর কোনও প্ল্যাটফর্মে দেখানো হবে না। সূত্র: আনাদোলু, রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2