• NEWS PORTAL

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

২৫ বছর বয়সে বিহারের বিধায়ক হলেন গায়িকা মৈথিলী ঠাকুর

প্রকাশিত: ১৭:১২, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২৫ বছর বয়সে বিহারের বিধায়ক হলেন গায়িকা মৈথিলী ঠাকুর

ছবি: মৈথিলী ঠাকুর

বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগর আসনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে পরাজিত করেন মাত্র ২৫ বছর বয়সী এই শিল্পী। এতে তিনিই হয়েছেন এ নির্বাচনে ‘বিহারের সবচেয়ে কম বয়সী’ বিধায়ক।

সংগীত জগতে দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম তার। বাবা ও দাদার কাছ থেকে শুরু শাস্ত্রীয় ও লোকসংগীতের শিক্ষা। ২০১৭ সালে টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। পরে সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

জয়ের পর এএনআইকে মৈথিলী ঠাকুর বলেন, এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলিনগরের উন্নয়ন নিয়েই ভাবছি।

উল্লেখ্য, মাত্র ২৫ বছর বয়সেই বিশাল সম্পত্তির মালিক মৈথিলী ঠাকুর। নির্বাচনী হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য দেওয়া হয়েছে। মৈথিলীর রয়েছে কোটি রুপির উপরে ব্যাংক ব্যালেন্স। তার অলংকারের মূল্য প্রায় ৫০ লক্ষ রুপি। ৩ কোটি রুপির একটি ফ্ল্যাটও রয়েছে। এছাড়া প্রায় ৯০ লাখ রুপির একটি জমির অর্ধের মালিকানা রয়েছে তার নামে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2