• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

হাসিনার ফাঁসির রায়ে নিশ্চুপ মোদি, প্রতিবাদ জানায়নি ভারত!

প্রকাশিত: ২০:৩৬, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৭, ১৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাসিনার ফাঁসির রায়ে নিশ্চুপ মোদি, প্রতিবাদ জানায়নি ভারত!

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় এখনো নীরব ভূমিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি প্রতিবাদ জানায়নি ভারতও।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি।

যদিও ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে ওই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আমরা সর্বদা সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে এই লক্ষ্যে কাজ করব।’’ 

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের আহ্বান।

এর আগে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা। কিন্তু এই আহ্বানের কোনও জবাব দেয়নি ভারত।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমের কোথাও এই ইস্যুতে কোনো মন্তব্য করেননি। শুধু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিকদের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: