• NEWS PORTAL

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেফতার

প্রকাশিত: ২১:৪০, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেফতার

ছবি: জেয়ার বলসোনারো

ব্রাজিলে রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায়—ক্ষমতা হারানোর দুই বছর পর অবশেষে গ্রেফতার হলেন সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। অবৈধভাবে রাজনৈতিক অভ্যুত্থানের চেষ্টা ও সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন তিনি। শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে ফেডারেল পুলিশ।

পুলিশ জানায়, বলসোনারোর বিরুদ্ধে জারি করা প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা সুপ্রিম কোর্ট অনুমোদন করেছে। সমালোচকদের মতে, তদন্ত অগ্রসর হওয়ার পর তার গ্রেফতার ছিলো সময়ের ব্যাপার মাত্র।

সিএনএনকে একটি সূত্র জানায়, কয়েক দিন আগে বলসোনারোর বড় ছেলে, সিনেটর ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্টের বাড়ির সামনে একটি সমাবেশ আয়োজন করেন। সেই সমাবেশের পরই গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া দ্রুত গতিতে এগোয়।

২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে অনীহা দেখান বলসোনারো। সেই সময়ই তিনি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ মামলায় চলতি বছরের শুরুর দিকে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ—যার চারজনই তার বিরুদ্ধে রায় দেন।

তদন্তে বলা হয়েছে, বলসোনারো একটি সশস্ত্র অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন, যার লক্ষ্য ছিল জোরপূর্বক গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে হামলার ঘটনাও এই অভিযোগকে আরও জোরালো করে।

তবে বলসোনারো অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন—তার বিরুদ্ধে পদক্ষেপ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। সূত্র: সিএনএন


 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2