সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প
সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১ ডিসেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট লিখেন, ইসরাইলের উচিৎ সিরিয়ার সাথে দৃঢ় এবং আন্তরিক সম্পর্ক বজায় রাখা।
সিরিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে ইসরাইলকে বিরত থাকতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রশংসা করে লিখেছেন, প্রেসিডেন্ট শারা ইসরাইল এবং সিরিয়া উভয় দেশের ভালোর জন্য কাজ করছেন। এটি মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি ঐতিহাসিক সুযোগ। প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন, যখন সিরিয়ায় বিমান এবং স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
এর আগে গেলো নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে ডোনাল্ড ট্রাম্পের সাথে ফলপ্রসূ আলোচনা করেন। সে সময় মার্কিন প্রেসিডেন্টও সিরিয়ায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সিরিয়ার ওপর থেকে এরইমধ্যে বেশ কয়েকটি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: