• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রইলো র‌্যাকুন

প্রকাশিত: ১৪:২৪, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:০৬, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রইলো র‌্যাকুন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মদের দোকানে ঘটেছে অদ্ভুত ঘটনা। দোকানটিতে একটি বন্য র‌্যাকুন প্রবেশ করে মদ পান করে। প্রাণীটি এতই বেশি মদ খায় যে এটি দোকানের ভেতরই পড়ে থাকে মাতাল অবস্থায়।

সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার দোকানটির কর্মীরা এসে দেখেন কয়েকটি মদের বোতল ভাঙা। এরপর তারা দোকানের ওয়াশরুমে একটি র‌্যাকুনকে পড়ে থাকতে দেখেন।

প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তা সামান্থা মার্টিন জানিয়েছেন, র‌্যাকুনটি দোকানের ছাদের কোনো অংশ দিয়ে প্রথমে ভেতরে পড়ে যায়। ওই সময় হয়ত কোনো বোতল ভেঙে যায়। এরপর এটির ধাক্কায় আরও কয়েকটি বোতল মাটিতে পড়ে ভাঙে। এরপর মাটিতে পড়া মদগুলো এটি খায়। আর খাওয়ার পরিমাণ এত বেশি ছিলো যে এটি সম্পূর্ণ মাতাল হয়ে যায়।

দোকানের সিসি ক্যামেরা খুব বেশি স্পষ্ট ছিলো না। ফলে এটি কতোটুকু মদ পান করেছে সেটি নিশ্চিত নয়।

মাতাল হয়ে র‌্যাকুনটি কয়েক ঘণ্টা ধরে ঘুমায়। এটিকে একটি প্রাণী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিলো। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। -সূত্র: বিবিসি

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2