জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটির স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাতে হোক্কাইডো অঞ্চলে এই ভূমিকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়। এর উৎস ছিল ৫০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যদিও বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে।
দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
এদিকে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালের ভূমিকম্পে জাপানে ১৮ হাজার মানুষ নিহত হয়েছিল। সেসময় কিছু কিছু এলাকায় ৪০ মিটার উচ্চতার সুনামি আঘাতে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, খামার ধ্বংস হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ, পানি এবং প্রয়োজনীয় পরিষেবার সংকটে পড়ে।
বিভি/টিটি




মন্তব্য করুন: