• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সামাজিক মাধ্যম এক্স-কে জরিমানা করায় ইইউ’র সমালোচনা করলেন ট্রাম্প

প্রকাশিত: ১১:৪৫, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সামাজিক মাধ্যম এক্স-কে জরিমানা করায় ইইউ’র সমালোচনা করলেন ট্রাম্প

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে ১৪০ মিলিয়ন ডলার জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট এটিকে একটি জঘন্য সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।  

ইউরোপ কিছুটা ভুল পথে হাঁটছে এবং এই ধরনের জরিমানার সিদ্ধান্তে ইউরোপকে সতর্ক থাকার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। জরিমানার সমস্যা নিয়ে ইলন মাস্ক এ পর্যন্ত কোনো ধরনের সহায়তা চাননি বলে নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। 

গত সপ্তাহে অনলাইন কনটেন্ট সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ এনে ইইউ নিয়ন্ত্রকরা এক্স-কে প্রায় ১৪০ মিলিয়ন ডলার জরিমানা করে। এই খবরের পর ইলন মাস্ক তার প্ল্যাটফর্মে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। তবে ইইউ'র প্রযুক্তি প্রধান হেন্না ভির্কুনেন এই জরিমানার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2