• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ফের ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার

প্রকাশিত: ১১:৫১, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফের ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার

ফাইল ছবি

মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ ভূ-কম্পন আঘাত হানে বলে খবর পাওয়া গেছে। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই ভূমিকম্পের এ খবর দিয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এক পোস্টে এনসিএস জানিয়েছে, রাত ২টা ২১ মিনিটে (মিয়ানমারের স্থানীয় সময়) এ ভূমিকম্প আঘাত হানে। 

এএনআই বলছে, এর আগে সোমবার একই অঞ্চলে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

এদিকে সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেছে যে মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম, রাঙামাটিতেও অনুভূত হয়েছে। তবে এমন দাবির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2