দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৩
ঘন কুয়াশায় ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একযোগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সাতটি বাস ও তিনটি প্রাইভেটকার। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে মথুরায় এই দুর্ঘটনা হয়। এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশায় দেখতে না পাওয়ায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। অনেকেই আটকা পড়েন যানবাহনগুলোর ভেতরে।
পরে, উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার করা হয় হতাহতদের। এর একদিন আগেই, দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় প্রায় ২০টি যানবাহনের সংঘর্ষ হয়।
বিভি/এসজি




মন্তব্য করুন: