ইমরান খানকে ডেথ সেলে রাখা হচ্ছে, অভিযোগ সন্তানদের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ-পিটিআই প্রধান ইমরান খানকে ডেথ সেলে রাখা হচ্ছে বলে আভিযোগ করেছেন তার দুই সন্তান। আর কখনোই হয়তো বাবাকে আর দেখতে পারবেন না, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খান। ছোট ছেলে কাসিম জানান, দুই বছরের বেশি সময় ধরে একটি নির্জন সেলে বন্দী করে রাখা হয়েছে তার বাবাকে। সেখানকার পরিবেশ অত্যন্ত নিম্নমানের।
বড় ছেলে সুলাইমান বলেন, ২৩ ঘণ্টাই একাকী একটি সেলে কাটান ইমরান খান। জানান, তার বাবাকে কারাগারের একটি নির্জন কক্ষে রাখার বিষয়টি শুক্রবার তাদের জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। বাবাকে দেখতে জানুয়ারিতেই দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এরই মধ্যে ভিসার জন্য আবেদন করেছেন দুই ভাই।
বিভি/এজেড




মন্তব্য করুন: