এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, কথা না শুনলে নিকোলাস মাদুরোর চেয়ে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে তাকে।
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।
এরই মধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ।
নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধীতা করেন তিনি।
এরপরই কড়া জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ডেলসিকে সঠিক কাজটি করতে হবে, না হয় বড় মূল্য দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট আগেই ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলাকে চালাবে যুক্তরাষ্ট্র এবং এর বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করবে।
এদিকে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের পর নিউইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বা এমডিসি বন্দীশালায় রেখে মাদক পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) তাদের ম্যানহাটন আদালতে হাজির করা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার সাথে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র।
যদিও ভেনিজুয়েলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার আতঙ্কে সাধারণ বাসিন্দারা সহজে বাড়ির বাইরে যাচ্ছে না।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এসব কর্মকাণ্ডে চীন-রাশিয়ার পর এবার বিবৃতি দিয়েছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: