কঠিন পথে হলেও গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
চীন ও রাশিয়ার আগ্রাসন ঠেকাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপে এভাবে ভূখণ্ডটির সুরক্ষার মত দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের মতে, ইজারার মাধ্যমে কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। প্রয়োজন হয় মালিকানার। তাই মালিকানার মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে রক্ষা চায় বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সহজে না হলে কঠিন পথ অবলম্বন করে হলেও গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দেন তিনি। গ্রিনল্যান্ডের প্রতিবেশী হিসেবে চীন ও রাশিয়াকে দেখতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়া ও চীনের জাহাজ গ্রিনল্যান্ডের পাশে অবস্থান করছে বলেও অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের।
এদিকে, যুক্তরাষ্ট্রের বারবার হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ড। গ্রিনল্যান্ডে সামরিক হস্তক্ষেপ চালাবে যুক্তরাষ্ট্র, এটি বিশ্বাস করেন না ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়া, ডেনমার্ক বারবার বলে আসছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। দেশটির পাশের থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ ও ন্যাটোভূক্ত দেশগুলো।
বিভি/এসজি




মন্তব্য করুন: