• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

‘ইসরাইলের সংগে সম্পর্ক স্বাভাবিক করে আরব দেশগুলো পাপ করেছে’

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
‘ইসরাইলের সংগে সম্পর্ক স্বাভাবিক করে আরব দেশগুলো পাপ করেছে’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

আরব বিশ্বের যেসব দেশ ইসরাইলের সংগে সম্পর্ক স্বাভাবিক করেছে, তারা পাপ করেছে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রবিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি বলেন, গত বছর যেসব দেশ এই পাপ করেছে তাদের উচিত এই চুক্তি থেকে থেকে ফিরে আসা।

তিনি বলেন, এই পদক্ষেপ ইসলামি ঐক্যের বিরুদ্ধে। তাদের অবশ্যই এই ভুল পথ থেকে সরে আসতে হবে এবং নিজেদের এই বড় ধরনের ভুল শুধরে ফেলতে হবে। 

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরাইলের সংগে সম্পর্ক স্থাপনে চুক্তি করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় আরব দেশগুলোর সংগে ইসরাইলের চুক্তি স্বাক্ষর হয়।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে চার দশকের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে সব সময়ই ইসরাইলের বিপক্ষে কথা বলে আসছে ইরান।

খামেনি বলেন, মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে ফিলিস্তিনের সব সমস্যার সমাধান হবে। 

বিভি/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2