• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পাবজি-ফ্রি ফায়ারের কারণে প্রাণ দিলো কিশোর

প্রকাশিত: ২০:০২, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পাবজি-ফ্রি ফায়ারের কারণে প্রাণ দিলো কিশোর

মোবাইল গেমে চরম আসক্তি ছিলো সাগর রায়-এর। এই গেমই তার মৃত্যুর কারণ হলো।

ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত ১৫ বছর বয়সী সাগরের মোবাইলে ডাটা শেষ হয়ে যায়। নেট কার্ডের জন্য দরিদ্র পরিচারিকা মা কাকলি রায়কে চাপ দিতে থাকে সে। মা টাকা দিতে না পারায় ঘরে থাকা রেশনের গম আটা কম মূল্যে বিক্রিও করেছিলো।

এর জেরে মা বকাবকি করলে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাগর।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের ঘাগরা সোনালিপাট এলাকা বসবাস করে সাগরের পরিবার। মৃত সাগর ঘাগড়া হাইস্কুলে নবম শ্রেণিতে পড়তো। লকডাউনে স্কুল বন্ধ থাকায় মোবাইল গেমে আসক্তি হয় তার। মাঝে মধ্যেই গেম নিয়ে বাড়িতে ঝগড়া হতো। শেষ পর্যন্ত এই গেমের কারণেই আত্মঘাতী হলো সে।

তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলেকে হারিয়ে মা বার বার মুর্ছা যাচ্ছেন।

বিভি/এমএস

মন্তব্য করুন: