• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোবর-গোমূত্রে শক্তিশালী অর্থনীতি!

প্রকাশিত: ১৪:৩৮, ১৪ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
গোবর-গোমূত্রে শক্তিশালী অর্থনীতি!

গোবর এবং গোমূত্র অর্থনীতিকে শক্তিশালী করবে বলে দাবি করেছেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হিন্দুস্তান টাইমস শিবরাজ সিং চৌহানকে উদ্ধৃত করে লিখেছে, গরুর গোবর এবং মূত্রসহ বিভিন্ন পণ্য ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শিবরাজ সিং চৌহান বলেন, গরু বা বলদ ছাড়া অনেক কাজই হয় না। সঠিক ব্যবস্থাপনা করলে গরুর গোবর এবং মূত্র একটি রাজ্য এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে।

তিনি বলেন, আমরা সাহায্য দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। এক্ষেত্রে নারীদের অবদানের ফলে আমরা সফল হবো। গোবর ও গোমূত্র দিয়ে কীটনাশক থেকে শুরু করে ওষুধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য তৈরি করা সম্ভব বলে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2