রাশিয়ার পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইউক্রেন
রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসি তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে: “পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। শান্ত থাকুন ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখুন।”
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে জীবন বাচাতে সাধারণ ইউক্রেনিয়ানরা সীমান্তের দিকে ছুঁটছেন।
বিভি/এইচএস




মন্তব্য করুন: