• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পুলিশ হেফাজতে তরুণীর মৃত্যু: যা বললেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশিত: ১১:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৮:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
পুলিশ হেফাজতে তরুণীর মৃত্যু: যা বললেন ইরানের প্রেসিডেন্ট

ইরানে পুলিশ হেফাজতে মাশা আমিনির মৃত্যুর ঘটনা তদন্তের ঘোষণা দিলেও একে পশ্চিমা চক্রান্ত বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসী। বিক্ষোভের সপ্তম দিনেও তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের পরিস্থিতি থমথমে। পুলিশ ও বিক্ষোভকারীসহ মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ জনে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা ইরানের প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে নিজ দেশে গণবিক্ষোভ নিয়ে প্রশ্নের মুখে পড়েন। তাঁর অভিযোগ, এই পরিস্থিতির পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্ব কলকাঠি নাড়লেও সফল হবে না। এই সফরে সিএনএনের একটি বিশেষ সাক্ষাৎকার শেষ মুহূর্তে বাতিল করেন রাইসী। 

মাশার মৃত্যুর প্রতিবাদে খ্যাতনামা উপস্থাপিকা ক্রিস্টিনা আমানপোর হিজাব পরতে অসম্মতি জানানোয় এই সিদ্ধান্ত নেন ইরানের প্রেসিডেন্ট। বিক্ষোভকারীদের সতর্ক করে শয়তানী শক্তির বিরুদ্ধে দৃঢ় থেকে বিজয় হাসিল করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

এদিকে, মাশার মৃত্যুর ঘটনায় রাজপথের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে প্রতিবাদ জারি রেখেছে ইরানের নারীরা। চুল কেটে, হিজাব পুড়িয়ে শরীর অনাবৃত করে প্রতিবাদ জানাচ্ছেন তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: