• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পাকিস্তানে আবারও হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

প্রকাশিত: ১৩:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
পাকিস্তানে আবারও হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই মেজরসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর গণমাধ্যমবিষয়ক শাখা জানিয়েছে, হেলিকপ্টারে থাকা দুই পাইলটসহ ছয়জনই মারা গেছেন।

নিহতরা হলেন: ৩৯ বছর বয়সী মেজর খুররাম শাহজাদ (পাইলট), ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল (পাইলট), সুবেদার আবদুল ওয়াহিদ (৪৪), সিপাহি মুহাম্মদ ইমরান (২৭), নায়েক জলিল (৩০), সিপাহি শোয়াইব (৩৫)।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জলবায়ুমন্ত্রী শেরি রেহমান।

বেলুচিস্তানে গত ১ আগস্ট সেনাবাহিনীর আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনার কারণ এখনও বিস্তারিত প্রকাশ করেনি আইএসপিআর।

ওই হেলিকপ্টারটিতেও ছয়জন আরোহী ছিলেন। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মুসা গোথের কাছে পাওয়া গিয়েছিল। হেলিকপ্টারটিতে থাকা ছয় আরোহীই মারা গিয়েছিলেন।

আইএসপিআর জানায়, খারাপ আবহাওয়া ও এয়ার ট্রাফিকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছিল।

সূত্র: ডন

মন্তব্য করুন: