• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার হুমকি দিলেন কিম জং উন

প্রকাশিত: ১৬:৪১, ১০ অক্টোবর ২০২২

আপডেট: ১৬:৪১, ১০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার হুমকি দিলেন কিম জং উন

ছবি: বিবিসি

এবার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার হুমকি দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বলেছেন, হামলার প্রস্তুতি নিতেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, কিম জং উন উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার তৎপরতা তদারকি করেছেন। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাত দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ে অনুশীলন শেষ করেছে পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বিশেষ বাহিনী। এর মাধ্যমে ভূমি ও সাগরে শত্রু অবস্থানে আঘাত হানার মোক্ষম সময় ও নিশানা ঠিক আছে কিনা দেখা হয়েছে। জানানো হয়, এই প্রস্তুতির জন্য দেড় শতাধিক যুদ্ধ বিমান নিয়ে সমন্বিত অনুশীলন হয়েছে।

গত বছরের জানুয়ারিতে দলীয় সম্মেলনে কিম জং উনের পেশ করা পাঁচবছর মেয়াদী কর্মপরিকল্পনায় পারমাণবিক অস্ত্রের মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়। গত মাসে পরিবর্তন আসে দেশটির পারমাণবিক নীতিতে। আর ২০১৭ সালের পর এমাসে পিয়ংইয়ং আবার পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2