• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার দায়ে পাঁচ পুলিশ সদস্যকে অব্যাহতি

প্রকাশিত: ১৪:২৬, ২৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার দায়ে পাঁচ পুলিশ সদস্যকে অব্যাহতি

পুলিশ হেফাজতে ২৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলসকে হত্যার ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্তৃপক্ষ। এর আগে, তাকে নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাঁচ পুলিশ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশের শরীরে থাকা ক্যামেরাতেই এ হত্যার দৃশ্য ধারণ হয়। ফুটেজে দেখা যায়, গাড়ির ড্রাইভিং সিট থেকে টেনে-হিঁচড়ে বের করে আনা হয় নিকোলসকে। মাটিতে শুইয়ে মুখে ছিটিয়ে দেওয়া হয় পিপার স্প্রে। এ সময় পুলিশ সদস্যদের বারবার বোঝানোর চেষ্টা করে নিকোলস। এক পর্যায়ে কিছু সময়ের জন্য ক্যামেরা ঝাপসা হয়ে আসে আর নিকোলসকে দৌড়াতে দেখা যায়।

এ সময় তাকে লক্ষ্য করে শরীর অবশ করার ইলেকট্রিক বুলেট-টেসার ছোড়ে পুলিশ। এরপরও থামেনি নির্যাতন। মাটিতে ফেলে রড দিয়ে আঘাতের পাশাপাশি লাথি, ঘুষির মাধ্যমেও করা হয় রক্তাক্ত। ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিকোলসের।

এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে যুক্তরাষ্ট্রে বাস করা কৃষ্ণাঙ্গ নাগরিকেরা। অবশেষে বিক্ষোভের মুখে টায়ার হত্যাকাণ্ডে জড়িত পাঁচ পুলিশ সদস্যকে শনিবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিভি/এনএ

মন্তব্য করুন: