• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মানহানির মামলায় রাহুল গান্ধীর ২ বছরের জেল

প্রকাশিত: ১৩:০৪, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১৫:৫৯, ২৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
মানহানির মামলায় রাহুল গান্ধীর ২ বছরের জেল

ছবি: রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানিকর মামলায় ২ বছরের সাজা দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে আপিল করার জন্য তাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা মামলায় এ সাজা দেন দেশটির আদালত। 

বৃহস্পতিবার (২৩মার্চ) গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলের বিরুদ্ধে এই  রায় দেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিতর্কিত মন্তব্য করেন রাহুল।

অভিযোগ বলা হয়, রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়? তিনি নরেন্দ্র মোদির সঙ্গে, নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে মোদি পদবীর সবার অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ তুলে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা হয় তখন। 

তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক বিধায়ক। সুরাটের আদালতে সেই মামলার শুনানি চলছিল চার বছর ধরে। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2