• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ১৩:৩৬, ২৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

কেবল দেশে নয়, দেশের বাইরেও বিভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

স্বাধীনতার ৫৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক চিঠিতে অর্থনৈতিক ও সামাজিকখাতে উন্নয়নের মধ্য দিয়ে ঢাকা তার কাঙ্খিত 'সোনার বাংলা' গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জিনপিং। 

এ ছাড়াও স্বাধীনতা দিবসে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। 

পাকিস্তানের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। 

এ ছাড়া, বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে লাল-সবুজ পতাকার রঙ্গে রাঙানো হয় দুবাইয়ের বুর্জ খলিফা। নানা কর্মসূচিতে দিনটি পালন করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠন।

বিভি/টিটি

মন্তব্য করুন: