৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

গত ৬ জুন প্রকাশিত হওয়া ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি থেকে উত্তীর্ণদের নিয়ে হবে লিখিত পরীক্ষা। চলতি বছরের ২৭ নভেম্বর থেকে ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল ও আসনসহ সব বিষয়ে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে। আর ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে পরীক্ষা হবে।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয় ১৯ মে। ৬ জুন প্রকাশিত ফলাফলে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন। ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: