ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল শনিবার অনুষ্ঠেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়।
এতে আরও জানানো হয়, পরীক্ষার নতুন তারিখ শিগগিরই বিভাগের ওয়েবসাইটে ও প্রার্থীদের ফোনে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদি এবং ২৪-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে শনিবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: