প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়োগ পরীক্ষা বাতিল
প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এই পরীক্ষার নতুন তারিখ পরবর্তীকালে জানানো হবে।
সোমবার (৫ জানুয়ারি) অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিদপ্তরাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant-cum-Computer Typist) পদে নিয়োগের লক্ষ্যে যে প্রাথমিক বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) অনুষ্ঠিত হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
গত ২৬ নভেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ঠিক কী কারণে পরীক্ষাটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি; শুধু ‘অনিবার্য কারণ’ (Unavoidable Circumstances) উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বাতিল হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি (Revised Exam Schedule) পরবর্তী সময়ে অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে অধিদফতর বলেছে, নতুন তারিখ ও নির্দেশনাবলি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
বিভি/টিটি




মন্তব্য করুন: