• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সম্পর্ক শুধু মেসেজের মধ্যেই আটকে, যা আছে এই ধারায়

প্রকাশিত: ১১:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সম্পর্ক শুধু মেসেজের মধ্যেই আটকে, যা আছে এই ধারায়

প্রতিকী ছবি

একটা সময় ছিল, যখন দূরে থাকা মানুষের সঙ্গে কথা বলার মাধ্যম ছিল শুধু হাতে লেখা চিঠি। সেই যুগ অনেক দিন আগেই পাল্টে গিয়েছে। হাতে লেখা চিঠি দিয়ে প্রেম নিবেদন করলেও কথা বলার জন্য মুঠোভর্তি ফোন রয়েছে। একটা টেক্সটেই খোঁজ নিয়ে নেওয়া যায় প্রিয় মানুষের। এমনকী পার্টনার খোঁজার জন্য রয়েছে ডেটিং অ্যাপ। কিন্তু পার্টনারের সঙ্গে সম্পর্ক শুধু কি চ্যাট বক্সেই সীমাবদ্ধ? 

অনেক ক্ষেত্রেই দেখা যায় যুগলদের দু’জন মানুষ বিশ্বের দু’প্রান্তে থাকে। কিন্তু দেশের দু’প্রান্তে। নিয়মিত দেখা হওয়ার কোনও প্রশ্ন ওঠে না। আবার যাঁরা একই শহরে রয়েছেন, তাদের পক্ষেও প্রতিদিন একসঙ্গে সময় কাটানো সম্ভব হয় না। কিন্তু তারা প্রত্যেকেই ফোনের মাধ্যমে একে-অন্যের কাছাকাছি থাকেন। ফোন করে কথা বলেন, টেক্সটের মাধ্যমে খোঁজ নেন। সময় পেলে দেখা করেন।

কিন্তু, এমনও কিছু মানুষ আছেন, যাদের সম্পর্ক শুধু ফোনেই সীমাবদ্ধ। তারা একে অন্যের খোঁজ নেন টেক্সটের মাধ্যমে। সামনাসামনি কোনও দিন দেখা করেননি কিংবা দেখা করার কথা ভাবেনও না। এমন সম্পর্ককে ‘ডিকশেনারি ডট কম’-এর ভাষায় বলে ‘টেক্সটলেশনশিপ’।

‘টেক্সটলেশনশিপ’ হলো এক ধরনের ডেটিং টার্ম। যদি দু’জন মানুষের সম্পর্ক যদি টেক্সট বা মেসেজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই সম্পর্কই হলো ‘টেক্সটলেশনশিপ’। সামনাসামনি কখনওই দেখা হয় না এই দু’জনের। তবে, টেক্সটলেশনশিপে থাকলে সারাক্ষণ একে-অন্যকে টেক্সট করে যায়। কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার জীবনে কী-কী ঘটছে এই সব কিছু আপডেট প্রতি মুহূর্ত দিতে থাকেন টেক্সটলেশনশিপে।

টেক্সটলেশনশিপে থাকলে সম্পর্কটা শুধু মেসেজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেখানে পার্টনার একে-অন্যের কলও রিসিভ করেন না। কথোপকথন চলে শুধু মেসেজের মাধ্যমে। অনেক সময় সম্পর্কে থাকা একটা মানুষই এরকম করে। শুধু টেক্সট করে। ফোন করে না, দেখা করে না। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2