কমলা কিনে ঠকতে না চাইলে জেনে নিন কিছু টিপস!

কমলা কিনে ঠকতে না চাইলে জেনে নিন কিছু টিপস!
শীতকাল মানেই কমলালেবুর মন ভোলানো স্বাদ হাতছানি দেয়। এই ফলের স্বাদ-গন্ধ ছাড়া শীতকালের মজা মাটি। ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর কমলালেবুর গুণের শেষ নেই। কিন্তু কমলা কিনতে গেলে অনেক সময় ঠকতে হয় বার বার।
কখনো দেখা যায় কমলালেবু পচে যাচ্ছে। বা রস নেই। অথবা স্বাদে খুব টক। তাই কমলা কেনার পর বাড়ির সবাই হয়তো আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তবে এর থেকে পরিত্রাণ পেতে জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না। তার সঙ্গে জানুন কিছু উপায়ও। যাতে বাড়িতে অনেক দিন কমলালেবু ভাল রাখতে পারবেন।
প্রথমত... কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
এছাড়াও কেনার আগে আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
আর কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।
বিশেষ করে কেনার সময় কমলার খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না। এসব বিষয়ের দিকে খেয়াল রেখে কমলা কিনলে ভালো কমলায় পড়তে পারে আপনার ব্যাগে। সূত্র: নিউজ এইটিন
বিভি/এজেড
মন্তব্য করুন: